প্রতিষ্ঠানের লাভ-লোকসান নির্ণয় করা সম্ভব হয় কীভাবে?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ৬২৩)
মোট লাভের পরিমাণ একই হলে বিক্রয়মূল্যের ওপর লাভের হার যা হবে ক্রয়মূল্যের ওপর তা কেমন হবে?
পণ্য বিক্রয় করার সময় যে পরিবহন খরচ প্রদান করা হয় তাকে কী বলে?
বই প্রকাশনী প্রতিষ্ঠানে কোনটি প্রত্যক্ষ কাঁচামাল?
পারিবারিক বাজেট তৈরি ও বাস্তবায়ন সম্ভব হবে কখন?
দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলো প্রথমে লিপিবদ্ধ করা হয়-
আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয়-
জাবেদাতে লেনদেন কী অনুসারে লিপিবদ্ধ করা হয়?
হিসাবের ধারাবাহিকতা রক্ষার মাধ্যম কোনটি?
পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয় কীসের মাধ্যমে?
কোন পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলের দ্বারা গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা যায়?
খতিয়ানে প্রতিটি হিসাবের কী নির্ণীত হয়?
কোনটি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়?
আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্য ঐচ্ছিক কাজ হিসাবে বহুঘর বিশিষ্ট যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কী বলে?
অর্থ সম্পর্কিত ঘটনা কীরূপ?
ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়। হিসাবচক্রের কোন ধাপে এটি করা হয়?
১-১-২০১২ তারিখে যন্ত্রপাতি হিসাবের উদ্বৃত্ত ২০,০০০ টাকা। ১-৭-২০১২ তারিখে ২,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয় করা হলো। অবচয়ের হার ১০%। বৈষয়িক বিবরণীতে যন্ত্রপাতির সমাপনী উদ্বৃত্ত বাবদ কত টাকা প্রদর্শিত হবে?
সম্পত্তি ও দায়ের প্রকৃত খতিয়ান উদ্বৃত্ত নিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রণয়ন করে — প্রকাশ করা হয়।
সম্পদের সাথে দায়ের সম্পর্ক-
দু’তরফা দাখিলা পদ্ধতিতে দেনাদারের নিকট কোন ধরনের টাকার পরিমাণ জানা যায়?