এমসিকিউ একাডেমি বাংলা Logo
  • নিবন্ধন
  • সাইন ইন
এমসিকিউ একাডেমি বাংলা Logo
  • বাংলাবাংলা
  • EnglishEnglish
    • প্রথম পাতা
    • নৈব্যক্তিক প্রশ্ন পরিক্ষা শুরু করুন
    • ব্লগ
    • সাধারন জিজ্ঞাসা
    • পরিষেবার শর্তাদি
    • যোগাযোগ করুন

    সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ২৪৬)

    ‘বিষদাঁত ভাঙা’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • অনিষ্ট করার শক্তি নষ্ট করা
    ‘বিষনয়নে পড়া’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • বিরাগভাজন হওয়া
    ‘বিষবৃক্ষ’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • অনাচারে উৎস
    ‘বসন্তের কোকিল’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • সুসময়ের বন্ধু
    ‘বাঘের মাসি’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • নির্ভীক
    ‘বেগার খাটা’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • পারিশ্রমিকহীন কাজে লাগানো
    ‘বিনা মেঘে বজ্রাঘাত’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • আকস্মিক দুঃসংবাদ
    ‘বানরের গলায় মুক্তাহার’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • অপাত্রে ভালো জিনিস
    ‘বাগে পাওয়া’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • কায়দায় পাওয়া
    ‘হাতির খোরাক’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • অতি খোরাক অর্থে
    ‘হাতের লক্ষী পায়ে ঠেলা’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • হেলায় সুযোগ হারানো
    ‘হাড় হাভাতে’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • হতভাগ্য
    ‘হিতে বিপরীত’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • উল্টো ফল
    ‘বাজিমাত’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • সাফল্য অর্জন
    ‘বাজিয়ে দেখা’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • গুণাগুণ পরীক্ষা করে দেখা
    ‘বাপের বেটা’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • উপযুক্ত উত্তরসূরি
    ‘হা পিত্যেশ করা’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • ব্যাকুলভাবে প্রত্যাশা করা
    ‘হাতের সুখ’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • যথেচ্ছ প্রহারে আনন্দ
    ‘হাতে দড়ি’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • অপরাধের জন্য ধরা পড়া
    ‘হাতুড়ে বদ্যি’ – বাগধারা অর্থ কী হবে?
    উত্তর(সমূহ) দেখান বিস্তারিত দেখান
    • আনাড়ি চিকিৎসক

    Learn more at -

    1 2 … 244 245 246 247 248 … 1,572 1,573

    কপিরাইট © 2025 এমসিকিউ একাডেমি এবং / অথবা এমএসবিডি.