কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য ৮ সে.মি. এবং প্রস্থ ৬ সে.মি.। আমরা টাইল‌গুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।
  • দৈর্ঘ্য ২৪ সে.মি.।
তিনটি ঘন্টা একত্রে বেজে ৯, ১২, ১৫ মিনিট পরপর বাজতে লাগল। যদি ঘন্টাগুলো ৬, ৯ ও ১২ মিনিট পর পর বাজে, তাহলে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?
  • ৩৬ মিনিট।
একটি বাস স্টেশন হতে দুইটি কোম্পানির বাস যথাক্রমে ১৫ মিনিট ও ২০ মিনিট পর পর ছাড়ে। ২য় বাসটি ২৫ মিনিট পর পর ছাড়লে কমপক্ষে কতক্ষণ পর পূনরায় একত্রে ছাড়বে?
  • ১ ঘন্টা ১৫ মিনিট।
একটি বাস স্টেশন হতে দুইটি কোম্পানির বাস যথাক্রমে ১৫ মিনিট ও ২০ মিনিট পর পর ছাড়ে। ২ টি বাস সকাল ৭ টায় স্টেশন ছাড়লে কাটায় পুনরায় একত্রে ছাড়বে?
  • সকাল ৮ টায়।
ফরহাদ তার বাগানের জন্য কিছু চারাগাছ ক্রয় করলো। সে যদি প্রতি সারিতে যথাক্রমে ১০, ১২ ও ১৫ টি চারা রোপন করে, তবে যদি প্রতিক্ষেত্রে ২ টি চারা অবশিষ্ট থাকতো, তাহলে চারার সংখ্যা কত হতো?
  • ৬২ টি।
ফরহাদ তার বাগানের জন্য কিছু চারাগাছ ক্রয় করলো। সে যদি প্রতি সারিতে যথাক্রমে ১০, ১২ ও ১৫ টি চারা রোপন করে, তবে যদি চারার সংখ্যা ৬৮ টি হতো, তাহলে কয়টি চারা অবশিষ্ট থাকতো?
  • ৮ টি।
ফরহাদ তার বাগানের জন্য কিছু চারাগাছ ক্রয় করলো। সে যদি প্রতি সারিতে যথাক্রমে ১০, ১২ ও ১৫ টি চারা রোপন করে, তবে কমপক্ষে কতটি চারা রোপণ করলে, প্রতিক্ষেত্রে কোন চারা অবশিষ্ট থাকবে না?
  • ৬০ টি।
তিনটি ঘন্টা প্রথমে একত্রে বেজে উঠার পর যথাক্রমে ১০, ১২ ও ১৫ মিনিট পরপর বাজতে লাগলো। সকাল ৯:০০ টায় একত্রে বাজার পর ঘন্টাগুলো আবার কয়টায় একত্রে বাজবে?
  • ১০ টায় একত্রে বাজবে।
তিনটি ঘন্টা প্রথমে একত্রে বেজে উঠার পর যথাক্রমে ১০, ১২ ও ১৫ মিনিট পরপর বাজতে লাগলো। ঘন্টাগুলো সর্বনিম্ন কত মিনিট পর আবার একত্রে বাজবে?
  • সর্বনিম্ন ৬০ মিনিট।
চারটি লাইট প্রথমে একত্রে জ্বলার পর লাল রঙের লাইট ৬ মিনিট, হলুদ রঙের লাইট ৯ মনিট, নীল রঙের লাইট ১২ মিনিট এবং সবুজ রঙের লাইট ১৫ মিনিট পর পর জ্বলে। লাইটগুলো সন্ধ্যা ৭ টায় একত্রে জ্বললে নূন্যতম কয়টার সময় পুনরায় একত্রে জ্বলবে?
  • রাত ১০ টায়।
চারটি লাইট প্রথমে একত্রে জ্বলার পর লাল রঙের লাইট ৬ মিনিট, হলুদ রঙের লাইট ৯ মনিট, নীল রঙের লাইট ১২ মিনিট এবং সবুজ রঙের লাইট ১৫ মিনিট পর পর জ্বলে। নূন্যতম কত মিনিট পরে লাইটগুলো আবার জ্বলবে?
  • ১৮০ মিনিট।
একটি স্টেশন থেকে ‘ক’ কোম্পানির বাস ২০ মিনিট পর পর এবং ‘খ’ কোম্পানির বাস ৩০ মিনিট পর পর ছাড়ে। ক ও খ কোম্পানির বাস দুইটি প্রথমে একত্রে ছড়ার পর সর্বনিম্ন কত সময় পরে আবার একত্রে ছাড়বে?
  • সর্বনিম্ন ৬০ মিনিট।
একটি বাস স্টেশন থেকে তিনটি কোম্পানির বাস যথাক্রমে ১২, ১৫ ও ১৮ মিনিট পরপর ছাড়ে। যদি তিনটি কোম্পানির বাস বিকাল ৩:০০ টায় একসাথে ছাড়ে তবে নূন্যতম কয়টায় পুনরায় একসাথে ছাড়বে?
  • ৬:০০ অপরাহ্ন টায়।
একটি বাস স্টেশন থেকে তিনটি কোম্পানির বাস যথাক্রমে ১২, ১৫ ও ১৮ মিনিট পরপর ছাড়ে। প্রথমে একসাথে ছাড়ার পর তিনটি কোম্পানির বাস নূন্যতম কত মিনিট পর পুনরায় একসাথে ছাড়বে?
  • ১৮০ মিনিট।
একটি পার্কে লাল রংয়ের বাতি ৩০ মিনিট, হলুদ রংয়ের বাতি ৩৬ মিনিট এবং সবুজ রংয়ের বাতি ৪৫ মিনিট পর পর জ্বলে। যদি লাল রংয়ের বাতি ২৪ মিনিট পরপর জ্বলে তাহলে বাতিগুলো একসাথে জ্বলার পর নূন্যতম কত মিনিট পর পুনরায় একসাথে জ্বলবে?
  • নূন্যতম ৩৬০ মিটার পর।
একটি পার্কে লাল রংয়ের বাতি ৩০ মিনিট, হলুদ রংয়ের বাতি ৩৬ মিনিট এবং সবুজ রংয়ের বাতি ৪৫ মিনিট পর পর জ্বলে। প্রথমে একসাথে জ্বলার পর বাতিগুলো কতক্ষণ পর পুনরায় একসাথে জ্বলবে?
  • ১৮০ মিনিট পর।