সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৪৫০)
A- এর মূধন ৩৫,০০০ টাকা ও B-এর মূলধন ২৫,০০০ টাকা। তারা AB ফার্মের সম অংশীদার। নতুন অংশীদার হিসেবে C যোগ দিল। C এর মূলধন হবে A ও B এর সমন্বিত মূলধনের এক তৃতীয়াংশ। Cএর মূলধনের পরিমাণ কত টাকা?
আমি এবং তুমি ‘আমরা’ অংশীদারি ফার্মের সম অংশীদার। অংশীদারি মূলধন হিসাব করে আমি এর মূলধন ৩৫,০০০ টাকা এবং তুমি এর মূলধন ২৫,০০০ টাকা। সে নতুন অংশীদার হিসেবে যোগ দিল। সে এর মূলধন হবে ব্যবসায়ের মোট মূলধনের এক চতুর্থাংশ।
সে এর মূলধনের পরিমাণ কত?
রাম ও রহিম একটি অংশীদারি কারবারের অংশীদার। তাদের মূলধনের পরিমান ৪০,০০০ ও ২০,০০০ যথাক্রমে। জন কে ব্যবসায়ের ছয় ভাগের এক অংশ লাভের জন্য ১২,০০০ টাকা মূলধন আনার শর্তে ব্যবসায়ে যোগ দিল। রাম, রহিম ও জন এর নতুন লাভ-লোকসান অনুপাত যথাক্রমে ৩:২:১। তারা নতুন অনুপাত অনুসারে মূলধন সংরক্ষন করবে।
রাম ও রহিমের নতুন মূলধন কত টাকা?
কমিশন বাদ দেওয়ার পর ক ও খ এর ব্যবসায়িক নীট মুনাফা ২৮,৮১২ টাকা। ক মুনাফার উপর ২.৫% হারে কমিশন পায়। কমিশিন কত?
ক, খ ও গ তিন জন অংশীদার। প্রত্যেক মাসের প্রথম দিনে যথাক্রমে ৬০০, ৩০০ ও ২০০ টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ১০% হলে ক, খ ও গ এর বছরে মোট প্রদেয় সুদ কত হবে?
সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।
২০০৭ সালে সফিক ও সবুজ এর উত্তোলনের উপর সুদের পরিমাণ কত?
সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।
২০০৭ সালে সফিকের মূলধনের সুদের পরিমাণ কত টাকা?
সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।
২০০৭ সালে সবুজের মূলধনের সুদের পরিমাণ কত টাকা?