একজন বিক্রেতা ১ টি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে ২০% কমে ১২৮০ টাকায় বিক্রয় করল। ফ্যানটির ১৫২০ টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হতো?
  • ৫% ক্ষতি।
কাশেম সাহেব ব্যাংক থেকে ৩০০০০ টাকা ঋণ নিয়ে ৫ বছর পর আসলসহ মোট ৪০৫০০ টাকা পরিশোধ করলেন। কাশেম সাহেব ৫ বছরে মোট কত টাকা মুনাফা দিলেন?
  • ১০৫০০ টাকা।
কোনো বিদ্যলয়ের ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ৪০০ জন স্কুল ব্যাংকিং একাউন্ট করেছে। স্কুল ব্যাংকিং একাউন্টধারী ৪৫% ছাত্রী হলে, একাউন্টধারী ছাত্রীর সংখ্যা কত?
  • ২২৫ জন।
হোসেনের মাসিক আয় ২৫০০ টাকা এবং তার মধ্যে থেকে তিনি ১৭৫০ টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামিমের মাসিক আয় ১৮০০ টাকা এবং তিনি খাবার কেনায় ১৪৪০ টাকা ব্যয় করেন। কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন?
  • শামিম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন।