১৯৯২ সনে একটি ক্লাব চাঁদা বাবদ মোট ৭৬,০০০ টাকা পায়, বৎসর শেষে জানা যায় যে, এর মধ্যে ৬,০০০ টাকা গত বৎসরের ও ১০,০০০ টাকা ১৯৯৩ সনের। যখন টাকা পাওয়া যায় তখন সঠিক জাবেদা লিখনটি কি হবে?

  • নগদান হিসাব ডেবিট ৭৬,০০০ টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৭৬,০০০ টাকা

মোট চাঁদা প্রাপ্তি ৫০,০০০ টাকা। তার মধ্যে বিগত বছরের ৫,০০০ টাকা, আগামী বছরের ৭,৫০০ টাকা, এবং চলতি বছরের অনাদায়ী-চাঁদা ৯,০০০ টাকা হলে আয়-ব্যয় হিসাব চলতি বৎসরের চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করতে হবে?

  • ৪৬,৫০০ টাকা

এ্যাপেক্স ক্লাবের ৩,০০ জন সদস্য আছে যারা বাৎসরিক ২০০ টাকা করে চাঁদা দিয়ে থাকেন। ২০০৬ সালের চাঁদা বাবদ কত লক্ষ টাকা পাওয়া যায়? যখন ৩০০ জন সদস্য ২০০৫ সালে অগ্রীম দিয়েছেন এবং ২০০ জন সদস্য ২০০৬ সালের চাঁদা পরিশোধ করেনি?

  • ৬.২০ লক্ষ টাকা

একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের চলতি বছরে প্রাপ্ত চাঁদার পরিমাণ ১,৮০০ টাকা; এর মধ্যে বিগত বছরের চাঁদা রয়েছে ২.৫% এবং পরবর্তী বছরের চাঁদা ৫%; চাঁদা বাবদ এ বছরের আয়-ব্যয় হিসাবে কত ক্রেডিট হবে?

  • ১,৬৬৫ টাকা

প্রাপ্তি ও প্রদান হিসাবে ভাড়া খরচ ৬০,০০০ টাকা এবং বছরের শেষে মোট ভাড়া ১/৪ অংশ বকেয়া থাকলে মোট ভাড়া ও বকেয়া ভাড়ার সঠিক পরিমাণ কত?

  • ৮০,০০০ ও ২০,০০০ টাকা

একটি কল্যাণ সমিতির সদস্য সংখ্যা ৫০০ জন। মাথাপিছু চাঁদার হার ১০ টাকা, কোন এক বছরে প্রাপ্ত টাকা পরিমাণ ৭,০০০ টাকার মধ্যে বিগত বছরের বকেয়া ৫০০ টাকা ও আগামী বছরের অগ্রীম চাঁদা অন্তর্ভূক্ত আছে। কত টাকা অগ্রীম চাঁদা হিসাবে পাওয়া গেছে?

  • ১,৫০০ টাকা

এ বছর চাঁদা বাবদ আয় ৫,০০০ টাকা, গত বছরের অগ্রীম চাঁদা প্রাপ্তি ১,০০০ টাকা। এ বছর অগ্রীম চাঁদা প্রাপ্তি ১,৫০০ টাকা, গত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি ৫০০ টাকা এ বছরের বকেয়া চাঁদা ২০০ টাকা। অতএব, এ বছরের নগদ প্রাপ্তি হবে কত টাকা?

  • ৫,৮০০ টাকা