মি. মিঠুর কাছ থেকে পাওয়া গেল ৫০,০০০ টাকা এ লেনদেনটির জন্য শুধুমাত্র নগদান হিসাবে ৫,০০,০০০ টাকা লিখা হয়েছে। অন্য সবঠিক মত লিখা হয়েছে।
ভুলটির ফলে রেওয়ামিলের দু পাশের পার্থক্য কত হবে?
মি. মিঠুর কাছ থেকে পাওয়া গেল ৫০,০০০ টাকা এ লেনদেনটির জন্য শুধুমাত্র নগদান হিসাবে ৫,০০,০০০ টাকা লিখা হয়েছে। অন্য সবঠিক মত লিখা হয়েছে।
ভুলটির ফলে রেওয়ামিলের দু পাশের পার্থক্য কত হবে?
তামান্নার কাছে জয়কলি পাবলিকেশন্সের পাওনা ৩০,০০,০০০ টাকার জন্য দিক-দর্শন প্রকাশনার হিসাবকে ভুলবশত রেওয়ামিলের ক্রেডিট দিকে ৩,০০,০০০ টাকায় লেখা হয়েছে।
ভুলটির জন্য রেওয়ামিলের যোগফলের পার্থক্য কত হবে?
একটি হিসাবের ডেবিট জের আছে ৩,২২,০০০ টাকা যা রেওয়ামিলের ডেবিট পাশে লেখা হয়েছে- ২,৩২,০০০ টাকা।
অন্য সব কিছু ঠিক থাকলে রেওয়ামিলের যোগফলের পার্থক্য কত হবে?