একটি কোম্পানির লাভ-ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা কি?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৪০৭)
কোম্পানির উদ্বর্তপত্রের ছক তৈরির ক্ষেত্রে ‘ফরম-এফ’ এর ব্যবহার কত সালের কোম্পানি আইনে রহিত করা হয়?
কোনটি মূলধনের অংশ?
একটি কোম্পানী বিনামূল্যে বর্তমান শেয়ার মালকদের মধ্যে ৫:১ অনুপাতে নতুন শেয়ার বিতরণ কর। এ ধরণের শেয়ারের নাম কি?
শেয়ারহোল্ডাদেরকে লভ্যাংশ দেয়া হলে কি হয়?
কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না?
২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানা স্বত্ব টাকা বেড়েছে?
১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কত ভাবে কোম্পানির ব্যালান্স সীট তৈরি করা যায়?
কোন বিবরণটি একটি কোম্পানির বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভূক্ত হয় না?
দায়গুলির কোনটি কোম্পানীর পক্ষে কোন খরচ সৃষ্টি করে না?
একটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোন বিবরনীটি বাধ্যতামূলক নয়?
রেনাটা লি. ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার ইস্যু করে যা পূর্ণমূল্যে পরিশোধিত। চলতি বছর বণ্টযোগ্য মুনাফার পরিমাণ ১,৩০,০০০ টাকা। ১০% হারে লভ্যাংশ কত টাকা হবে?
লেনদেনগুলির মধ্যে কোনটি কোম্পানীর শেয়ার হোল্ডারগণের স্বত্ব কমিয়ে দেয়?
বাজেয়াপ্ত শেয়ার পুন:ইস্যুর পরেও যদি বাজেয়াপ্ত শেয়ার হিসাবে কোন উদ্বৃত্ত থাকে তবে তা স্থানান্তরিত হবে কোন হিসাবে?
একটি কোম্পানি ১৯৭৭ সালের ১লা জানুয়ারি তারিখে ৮০,০০০ টাকায় একটি দালান ক্রয় করে। ১৯৮১ সালের ডিসেম্বর মাসে উক্ত দালানের নীট বই মূল্য ৬৪,০০০ টাকা এবং বাজর মূল্য ১,০০,০০০ টাকা ছিল। ১৯৮২ সালের ১লা জানুয়ারি তারিখে দালানটি সম্পূর্ণভাবে আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি বীমা দাবি বাবদ ৭২,০০০ টাকা পরিশোধ করে।
মুনাফা অথবা ক্ষতি কত টাকা ছিল?
কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়?
কোন কোন বছরে লোকসান হলেও যে অগ্রাধিকার শেয়ারের উপর লভ্যাংশ পরবর্তী বছরে লাভ হলে পাওয়া যায় সেই অগ্রাধিকার শেয়ারের নাম কি?
শেয়ার বিক্রয় করে কোম্পানি সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে তাকে কি বলে?
নগদ অর্থ ভিন্ন অন্য কোন প্রতিদানের বিনিময়ে যে শেয়ার মূলধন বিলি করা হয় তার নাম কি?
শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় জাবেদা কোনটি?