নির্দিষ্ট তারিখে বা তারিখের মধ্যে নগদান বইয়ের ব্যাংক কক্ষে লেখা হয়েছে অথচ পাশ বইয়ে লেখা হয়নি। এর জন্য নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও পাশ বইয়ের জেরের মধ্যে কি হবে?
  • গরমিল দেখা দিবে
ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য বিল, যা নগদান ভুক্ত হয় নি তা কিভাবে সমন্বয় হবে?
  • নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে
  • পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হিতে বিয়োগ করতে হবে
মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন যা নগদান ভুক্ত হয়নি। ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হবে?
  • পাস বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ দিতে হবে
ব্যাংক সমন্বয় বিবরণী কেন করা হয়?
  • আমাদের নগদান বহিতে প্রদর্শিত জেরের সহিত ব্যাংকের বিবরণীতে প্রদর্শিত যাচাই করণের জন্য আমরা প্রস্তুত করে থাকি

‘কে’ কোম্পানি কর্তৃক এর পাওনাদার রবিনকে একটি ৭৮৫ টাকার চেক প্রদান করা হলো। কিন্তু নগাদন বহিতে লিপিবদ্ধ করার সময় ভুল বশত ৬৫৮ টাকা লিখা হল। ব্যাংক চেকটি সঠিকভাবে লিপিবদ্ধ করেছে।

ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কালে উক্ত ভুলের জন্য কি করতে হবে?

  • নগদান বইয়ের জের হতে ১২৭ টাকা যোগ করতে হবে