কোন প্রতিষ্ঠানের চলতি অনুপাত ২:১.৫ চলতি দায়ের পরিমাণ ২৭,০০০ টাকা হলে চলতি সম্পত্তির পরিমাণ কত টাকা?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৪০০)
একটি কোম্পানির ৯৪,৫০০ টাকা নীট চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত ৫:২। উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ কত?
কোন অনুপাতটি কারবারের দক্ষতার পরিচায়ক?
একটি কোম্পানির নীট চলতি মূলধন ৪৫,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩:১ উক্ত কোম্পানির চলতি সম্পত্তির পরিমাণ কত?
কোন অনুপাতটি কারবারের দীর্ঘকালীন স্বচ্ছলতার পরিচায়ক?
কোন প্রতিষ্ঠানের তাৎক্ষনিক ঋণ পরিশোধের ক্ষমতা জনা যায় কোন অনুপাতের মাধ্যমে?
কিভাবে একটি লাভজনক ব্যবসা ব্যর্থ হতে পারে?
একটি কোম্পানির চলতি অনুপাত ২:৫ এবং চলতি দায় ৭,৫০,০০০ টাকা হলে, চলতি সম্পত্তি কত?
মোট বিক্রয় ৪,০০,০০০ টাকা, বিক্রয়ের উপর মোট লাভ ২০%, গড় মজুদ ৫০,০০০ টাকা। মজুদ আবর্তন কত?
ক্ষুদ্র ব্যবসায়কে ঋণ প্রদানের পূর্বে একজন ব্যাংক ব্যবস্থাপক কোন ধরণের অনুপাত সবচেয়ে বেশি বিবেচনা করে?
বিক্রয় পরিমাণ ৮০,০০০ টাকা এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ ১,০৬,২০০ টাকা হলে, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত কত?
তরলতম সম্পত্তি কোনটি?
কোনটি চলতি অনুপাতের উদ্দেশ্য?
একটি শিল্প মার্চ হতে জুলাই পর্যন্ত পাঁচ মাসে যথাক্রমে ৫,৬,৮,৭ এবং ৫ টাকা দরে যথাক্রমে ২০০,২০০,১০০,২০০ এবং ২০০ একক কাঁচামাল ক্রয় করলে ৩ মাস ভিত্তিতে জুন মাসের মাল ইস্যুর চলিষ্ণু গড় কত?
কোনটির বৃদ্ধি কোম্পানির জন্য ভাল নয়?
মূলধন গিয়ারিং অনুপাত এক প্রকার কি?
একটি শিল্পের স্থিতিপত্রে নগদ তহবিল ২ লক্ষ টাকা, বিবিধ পাওনাদার ২ লক্ষ টাকা, বিবিধ দেনাদার ১ লাক্ষ টাকা, বকেয়া মজুরি ১ লক্ষ টাকা ও অগ্রিম খরচ ১ লক্ষ টাকা হলে চলতি মূলধন কত?
একটি কুটির শিল্প এক বছরে মোট বিক্রয় ৫ লক্ষ টাকার উপরে ২০% বাট্টা প্রদান করে ৮ হাজার টাকা নিট লাভ করলে তার –
একটি শিল্পের স্থায়ী সম্পদ ৫ লক্ষ টাকা, মজুদ পণ্য ১ লক্ষ টাকা, নগদ তহবিল ১ লক্ষ টাকা, চলতি দায় ৩ লক্ষ টাকা, শেয়ার মূলধন ৩ লক্ষ টাকা, মোট বিক্রয় ৯ লক্ষ টাকা ও বিক্রয় ফেরত ১ লক্ষ টাকা হলে শিল্পটির মূলধনের আবর্তন হার কত?
কোন অনুপাত তারল্য পরিমাপ করে না?