২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানা স্বত্ব টাকা বেড়েছে?
  • ৪০,০০০ বেড়েছে

রেনাটা লি. ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার ইস্যু করে যা পূর্ণমূল্যে পরিশোধিত। চলতি বছর বণ্টযোগ্য মুনাফার পরিমাণ ১,৩০,০০০ টাকা। ১০% হারে লভ্যাংশ কত টাকা হবে?

  • ২০,০০০ টাকা

একটি কোম্পানি ১৯৭৭ সালের ১লা জানুয়ারি তারিখে ৮০,০০০ টাকায় একটি দালান ক্রয় করে। ১৯৮১ সালের ডিসেম্বর মাসে উক্ত দালানের নীট বই মূল্য ৬৪,০০০ টাকা এবং বাজর মূল্য ১,০০,০০০ টাকা ছিল। ১৯৮২ সালের ১লা জানুয়ারি তারিখে দালানটি সম্পূর্ণভাবে আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি বীমা দাবি বাবদ ৭২,০০০ টাকা পরিশোধ করে।

মুনাফা অথবা ক্ষতি কত টাকা ছিল?

  • মুনাফা ৮,০০০ টাকা
কোন কোন বছরে লোকসান হলেও যে অগ্রাধিকার শেয়ারের উপর লভ্যাংশ পরবর্তী বছরে লাভ হলে পাওয়া যায় সেই অগ্রাধিকার শেয়ারের নাম কি?
  • সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার