আর্থিক বছরের শুরুতে উদ্বৃত্তপত্রে সম্পত্তির পরিমাণ ৬৮২ টাকা এবং মালিকের ইকুইটির ছিল ৪১৮ টাকা। উক্ত বৎসরে সম্পত্তি বেড়েছে ৩৭ টাকা এবং দায় কমেছে ১৯ টাকা। বছরের শেষে মালিকের ইকুইটি কত?

  • ৪৭৪ টাকা

কোন একটি প্রতিষ্ঠানের নগদ ১০,০০০ টাকা, পাওনাদার ৫০,০০০ টাকা, ব্যাংকে জমা ৩০,০০০ টাকা, প্রদেয় বিল ২৫,০০০ টাকা, নীট আয় ৭,০০০ টাকা ভাড়া ৩,০০০ টাকা।

ব্যবসায়ে দায়ের পরিমাণ কত?

  • ৭৫,০০০ টাকা

একটি প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের উদ্বৃত্তগুলো হলো যথাক্রমে দালানকোঠা ২০,০০০ টাকা, বিবিধ দেনাদার ৫,০০০ টাকা, নগদ ৯,০০০টাকা, প্রদেয় বিল ১০,০০০ টাকা, পাওনাদার ৬,০০০ টাকা, বন্ধকী ঋণ ৮,০০০ টাকা।

উক্ত প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ত্ব কত টাকা?

  • ১০,০০০ টাকা

আর্থিক বছরের শুরুতে মাীলকানা স্বত্ত্ব ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে ১,৬০০ টাকা ও ৬৭৫ টাকা। উক্ত আর্থিক বছরে মালিকানা স্বত্ত্ব কমেছে ১২০ টাকা ও দায় বেড়েছে ১৬৫ টাকা।

বছর শেষে সম্পত্তির পরিমাণ কত হবে?

  • ২৩২০ টাকা
বছরের শুরুতে মালিকানা স্বত্ত্ব ও মোট সম্পত্তি ছিল ৩২,০০০টাকা ও ৭৯,০০০ টাকা। বছরে সম্পত্তি ৪৫% বাড়লো এবং দায় ৫৫% কমলো। বছর শেষে মালিকানা স্বত্ত্ব কত?
  • ৯৩,৪০০টাকা
স্পাইসি রেস্তোরাঁ 5,000 টাকার দুধ আড়ং থেকে বাকিতে কিনেছে এবং ব্যাংক একাউন্ট থেকে আরও 5,000 টাকা উত্তোলন করেছে। এতে রেস্তোরাঁর কি পরিবতন হয়েছে?
  • উভয়ে সমান বেড়েছে
কোনটির ফলে মোট সম্পত্তি অপরিবর্তিত থাকে?
  • শেয়ার ক্রয় বাবদ নগদ প্রদান
  • বন্ড ক্রয় বাবদ নগদ প্রদান
  • দেনাদারের নিকট হতে আদায়
  • প্রাপ্য নোটের মূল্য আদায়