২০০৮ সালের ৩১ ডিসেম্বর একটি কোম্পানির নীট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৫:৩ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ কত ছিল?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৩৬১)
যদি বাকীতে বিক্রয় ১৫,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ১০,০০০ টাকা এবং দেনাদার আবর্তন হার ৫ হয়, তাহলে গড় দেনাদার কত?
২০১০ সালে কিবরিয়া কোম্পানি লি. এর নীট লাভ হয় ১২,০০,০০০ টাকা। সংশ্লিষ্ট বৎসরে যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে ২,৫০,০০০ টাকা
কিবরিয়া লি. এর ১,৯০,০০০ সাধারণ শেয়ার থাকলে শেয়ার প্রতি আয় কত?
ত্বরিত অনুপাত কোনটি?
কোনটি চলতি সম্পত্তি নয়?
স্বল্প মেয়াদী স্বচ্ছলতার প্রতীক কোনটি?
নীট মুনাফা অনুপাত কোনটি?
প্রারম্ভিক মজুদ ৩,০০০ টাকা, সমাপনী মজুদ ৫,০০০ টাকা, বিক্রয় ৪০,০০০ টাকা এবং লাভের হার ২০% হলে মজুদ পণ্যের আবর্তন অনুপাত কত?
প্রারম্ভিক দেনাদার ৩০,০০০ টাকা এবং সমাপনী দেনাদার ৫০,০০০ টাকা, ধারে বিক্রয় ১০,০০,০০০ টাকা হলে দেনাদার আবর্তন অনুপাত কত?
কোনটি লিভারেজ অনুপাত নয়?
২০০৭ সালের ৩১ ডিসেম্বর মেসার্স রাজশাহী ট্রেডিং এর নীট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৮:৫ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমান কত ছিল?
নীট বিক্রয় ২১,০০০ টাকা, লাভ ক্রয় মূল্যের উপর ২৫% প্রারম্ভিক মজুদ ২,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,০০০ টাকা। মজুদ আবর্তন অনুপাত কত?
চলতি সম্পদ ১,৫০,০০০ টাকা, চলতি অনুপাত ২:১। চলতি দায় কত?
একটি কোম্পনীর চলতি অনুপাত ২:৫ এবং চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা হলে চলতি দায় কত?
দীর্ঘমেয়াদী দায় ২০,০০০ টাকা, চলতি সম্পত্তি ২৫,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫:২ হলে মোট দায় কত?
স্থায়ী সম্পত্তি ৬,০০,০০০ টাকা, কার্যকরী মূলধন ৩,০০,০০০ টাকা এবং চলতি দায় ১,০০,০০০ টাকা হলে মোট সম্পত্তি কত?
কার্যকর মূলধনের সূত্র কোনটি?
একটি কোম্পানির চলতি দায় ৳২০,০০০ এবং চলতি অনুপাত ৫:২। ঐ কোম্পানির নীট কার্যকরী মূলধন কত?
কোনটি দিয়ে চলতি অনুপাতের উন্নতি হবে না?
কোনটি একটি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা মূল্যায়ণ করে?