১৯৬৪ সনে ক্রশচেভ ক্ষমতাচ্যুত হলে কে ক্ষমতাসীন হয়?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১৩১২)
ব্রেজনেভ মারা যাবার পর কেজিবি প্রধান আন্দ্রেপোভ ক্ষমতাসীন হন কবে?
যুদ্ধপরাধের দায়ে যুগোশ্লাভিয়ার কোন প্রেসিডেন্টের আন্তর্জাতিক আদালতের বিচার প্রক্রিয়া গৃহীত হয়?
গণঅভ্যুণ্থানে মিলোসেভিস সরকারের পতন ঘটে কবে?
মিলোসেভিসকে জাতিসংঘ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয় কবে?
১৯৯৩ ও ১৯৯৪ এ যুদ্ধপরাধ বিষয়ে আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ও আরুনা ট্রাইব্যুনাল নামে দুটি ট্রাইব্যুনাল গঠন করেছিল । এগুলো গঠিত হয়েছিল কোন দেশের জন্যে?
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দি ফর্মার যুগোশ্লাভিয়া মিলোসেভিচের বিচারের জন্য দি হেগে অবস্থিত কাঠগড়ায় দাড়ানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে কততম?
যুদ্ধপরাধী মিলোসেভিসের জন্য স্থাপিত আদালতটির সাজা দেবার সর্বোচ ক্ষমতা কি?
মিলোসেভিস ছাড়া জাতিসংঘের তালিকায় মোস্ট ওয়ান্টেড অপর দুই যুদ্ধপরাধী কারা?
যুগোশ্লাভিয়ার প্রশ্নে স্থাপিত আদালতে জাতিসংঘের তথ্য মতে অভিযুক্তের সংখ্যা কত?
জাতিসংঘের মহাসচিব কফি আনান পূর্ব তিমুরের ক্ষমতা হস্তান্তর করে কাকে?
তিমুর লেসেথের স্বাধীনতাকামী নেতা কে?
তিমুর লেসেথের সংবিধান গৃহীত হয় কবে?
জাতিসংঘের মানবাধিকার কমিশন তিমুর লেসেথের স্বাধীনতা গণভোটের মাধ্যমে কার্যকর হবে বলে মত প্রকাশ করে কবে?
উত্তর ও দক্ষিণ কোরিয়া পুনঃ একত্রীকরণের লক্ষ্যে প্রথম সরকারীভাবে যৌথ ঘোষণা দেয় কবে?
উত্তর ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়ে পড়েছিল কবে?
দুই কোরিয়া জাতিসংঘে পৃথক দেশ হিসাবে যোগদান করে কবে?
NPT থেকে উত্তর কোরিয়া তার নাম প্রত্যাহার করে নেয় কবে?
ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে কবে?
শ্রীলংকার তামিল গেরিলাদের অর্থ ও প্রশিক্ষণ দিয়ে আফ্রিকার একটি দেশ সহায়তা করছে বলে শ্রীলংকা সরকার অভিযোগ পেশ করেছে। অভিযোগে আফ্রিকার কোন দেশের নাম এসেছে?