পরীক্ষার ফলাফল ____ সমর্থন করে
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১২৫৬)
৪৩ ও ৬০ এর মধ্য মৌলিক সংখ্যা কয়টি?
‘উৎপত্তি’ এর সাথে ‘বিকাশের’ যে সম্পর্ক ‘কৃত্রিম’ এর সাথে নীচের কোনটির সেই সম্পর্ক?
সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পড়লেন। তাঁর বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়ীটি দু’বার ডান দিকে ও একবার বাম দিকে ঘুরেছে।
বাসা ত্যাগ করার সময় গাড়ীটি কোন মুখী ছিল?
যদি TALE=LATE হয়, তবে CAFE=?
কোম্পানীর পরিচালনের প্রথম ____ উৎপাদন বৃদ্ধি করা।
বাংলাদেশে পরিবেশ দূষনের প্রধান কারণ ____
যদি শিল্পঃকৃষি হয় তাহলে প্রযুক্তিঃ?
‘হরিষের’ সাথে ‘বিষাদের’ যে সম্পর্ক ‘আবাহন’ এর সাথে নীচের কোনটার সেই সম্পর্ক?
নীচের ৪টা শব্দের মধ্যে কেবল মাত্র একটি শব্দ অন্য ৩টা হতে পৃথক। পৃথক শব্দটা চিহ্নিত করুন।
পরশুদিন যদি শুক্রবার হয়, তাহলে গতকাল কি বার ছিল?
কোন বছরটি লিপ ইয়ার?
যদি 1 এর সংকেত হয় f, 2 এর p, 3 এর x, 4 এর z, 5 এর B,6 এর W, 7 এর L, 8 এবং U এবং 9 এর D । তাহলে 853417 এর সংকেত কি হবে?
আপনি একজন ঘনিষ্ট বন্ধুর বাড়ী বেড়াতে গিয়ে দেখলেন তিনি আপনাকে বিশেষ গুরুত্ব না দিয়ে অপর এক দ্বিতীয় অতিথির প্রতি বেশী মনোযোগ দিচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন?
আপনি একটি ভিড় ট্রেনের যাত্রী। সেই কামড়ায় আপনার পাশে একজন ব্যক্তি সিগারেট পান করছেন। অথচ ট্রেনে সিগারেট পান নিষেধ, এই সময় আপনি কি করবেন?
আপনার পাশের ফ্লাটের বাসিন্দা প্রায়ই অনেক রাত পর্যন্ত গোলমাল করে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে। আপনি তখন কি করবেন?
কতিপয় অপরিচিত ব্যক্তির মধ্যে আলাপ আলোচনা থেকে বুঝতে পারলেন যে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সম্বন্ধে অত্যন্ত অন্যায়ভাবে আলোচনা করছে। এ প্রেক্ষিতে আপনি কি করবেন?
আপনার সহপাঠী একজন মেধাবী ছাত্র, গত টার্মে A পেয়েছে।আপনি দেখলেন কোন এক পরীক্ষায় ছাত্রটি নকল করেছে, আপন তখন কি বলবেন?
মনে করেন যে, আপনার পোষা কুকুর একজন প্রতিবেশীর ফুলের বাগান নষ্ট করেছে। কিন্তু কুকুর দেখা যায়নি, আপনি কি করবেন?
কোনটি বীমা চু্ক্তির উপাদান নয়?