কোথায় প্রত্যেকে নিজস্ব আমল নামা প্রত্যক্ষ করবে ?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১২৪৩)
কারা হাশরের দিন আল্লাহর আরশের সুশীতল ছায়ায় আশ্রয় পাবে ?
মুনকার ও নাকির নামে দুজন ফেরেশতা কবরে কয়টি বিষয়ের ওপর প্রশ্ন করবেন?
আল্লাহর আদেশে নির্ধারিত সময়ে ইসরাফিল (আঃ) শিঙ্গায় ফুঁক দিবেন। সে সময়টিকে বলা হয়?
‘হাশর’ শব্দের অর্থ কি ?
মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে কি বলে ?
কোন বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে ?
মহানবী (সঃ) তাঁর মক্কা জীবনে কিসের কথা বেশী প্রচার করেছেন ?
“তারা আখিরাতেও দৃঢ় বিশ্বাস রাখে।”- এটি কোন সূরার অন্তর্গত ?
নবী ও রাসুলগণ কি প্রচার করতেন ?
কারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে ?
আখিরাতে বিশ্বাস মানুষকে কি করে ?
সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়তে সহায়তা করে ?
অন্যায় ও অনৈতিক কাজ হতে সর্বদা বিরত থাকতে উৎসাহিত করে ?
সফলতা ও সম্মানের মূল চাবিকাঠি কি ?
নবী ও রাসুলদের ঘটনা বর্ণিত আছে ?
” আমি এ কিতাবে কোনোকিছুই বাদ দেই নি।” কোন কিতাবের কথা বলা হয়েছে?
কুরআনে কতগুলো আয়াত রয়েছে ?
কুরআনে কতগুলো রুকু রয়েছে ?
কুরআনের পারা সংখ্যা কত ?