“নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পুতঃপবিত্র রাখল সেই সফলকাম।” – কোন সূরার অংশ ?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১১০৩)
১৪৩ টাকাকে ২ঃ৪ঃ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
১৬ঃ২৫ অনুপাতের উভয় পদ থেকে বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?
আত্মশুদ্ধির আরবি পরিভাষা কি ?
৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত; ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?
৩২ লিটার অকটেন পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ঃ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ঃ৫ হবে।
৪০ লিটার অকটেন পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ঃ২। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ঃ৩ হবে।
৩৫ লিটার অকটেন পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ঃ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ঃ৫ হবে।
একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কি হবে?
“তুমি তোমার হাত গ্রীবায় আবদ্ধ করে রেখ না এবং সম্পূর্ণ প্রসারিতও করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে।” – কে বলেছেন ?
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
“আর যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না এবং কার্পণ্য করে না। বরং তারা এতদুভয়ের মধ্যপন্থা অবলম্বন করে।” – আয়াতে কাদের কথা বলা হয়েছে ?
একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে?
একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে, ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
দুইটি রাশির অনুপাত ৭ঃ১২। উত্তর রাশি ৯৬ হলে, পূর্ব রাশি কত?
৬৪ কে ৭ঃ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কি হবে?
“অর্থ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ।” – কে বলেছেন ?
দুইটি রাশির অনুপাত ৬ঃ১৩। উত্তররাশি ৯১ হলে, পূর্বরাশি কত?
এক খন্ড রশিকে ৩ঃ৪ অনুপাতে কর্তন করা হল। বৃহত্তর অংশ ১২.৮ মিটার হলে, ক্ষুদ্রতর অংশ কত হবে?
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ঃ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ঃ৭ হলে, করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
