ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। কও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১১০০)
সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক কোণক, একটি অর্ধ গোলক ও একটি সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। তাদের আয়তনের অনুপাত কত হবে?
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
দুটি গোলকের আয়তনের অনুপাত ৬৪ঃ১২৫, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ঃ২, বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত হবে?
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু. ৬ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু. কত?
৫ঃ১৮, ৭ঃ২ এবং ৩ঃ৬ এর মিশ্র অনুপাত কত?
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সাথে ২ যোগ কররে অনুপাতটি হয় ২ঃ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
একটি ব্যবসায় ক, খ ও গ এর মূলধন যথাক্রমে ৩২, ৪০ ও ৪৮ টাকা। ব্যবসায় মোট ৩০ টাকা লাভ হলে ক-এর লাভ কত?
৯৬ কে ৭ঃ৪ অনুপাতে বর্ধিত করলে নতুন সংখ্যাটি কি হবে?
একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা দরের চা-এর সঙ্গে প্রতি কেজি ১০০ টাকা দরের চা ১ঃ৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চা এর দর কত হবে?
৪৯৫ টাকাকে ২ঃ৪ঃ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৭ঃ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ঃ৭ হবে?
২১ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ঃ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ঃ৪ হবে?
এক ভাই ও বোন তাদের সংগৃহিত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫ঃ৩ অনুপাতে ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩ঃ১ঃ১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকেট পাবে?
৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ঃ১। এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ঃ২ হবে?
৩, ৯ ও ৪-এর চতুর্থ সমানুপাতী কোনটি?
দুইটি রাশির অনুপাত ৭ঃ৫। উত্তর রাশি ৩০ হলে, পূর্ব রাশি কত?
