একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য ৯০ টাকার উপর ১৫% ডিসকাউন্ট দেন। শার্টটির ক্রয়মূল্য কত?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১০৮৫)
কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশী লাগবে?
গতকাল একটি জিনিসের দাম ১০% বেড়েছিল, আজ ১০% কমেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে?
যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার শতকরা কত কমালে ডাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না?
২৫ টাকার কলমের মূল্য বৃদ্ধি ৩৭.৫ টাকা হলে, শতকরা কত বৃদ্ধি পেল?
চিনির দাম ১০% কমে যাওয়ায় ৩০০ টাকার চিনি কিনলে ১ কেজি চিনি বেশি পাওয়া যায়। এখন ১ কেজি চিনির দাম কত?
“ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।” – কোন গ্রন্থের হাদিস ?
একটি বিদ্যালয়ে ছাত্রসংখ্যা ১০% বৃদ্ধি পাওয়ায় ৩০০ জন বৃদ্ধি পেল। ঐ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত ছিল?
এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হল। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?
কোন স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন পরীক্ষার্থী পাস করে থাকে, তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
কমিশনের কার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
প্রতি বছর কোন শহরের লোকসংখ্যা ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বাড়লে ঐ শহরের মোট জনসংখ্যা কত?
মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন ৫০% হ্রাস করা হয়। ১ বছর পর দৈনিক বেতন ৮০% বৃদ্ধি করা হয়। মন্দার পূর্বে দৈনিক বেতন ১০০ টাকা হলে, বর্তমানে শ্রমিকের দৈনিক বেতন কত?
আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে, কমলের বয়স আলমের বয়সের কত শতাংশ?
৭৫-এর ১২৫ শতকরায় কত?
৯০ কোন সংখ্যার ৭৫%?
০.০২৩ এর ১% কত?