একটি ব্যাগে ৭২টি সবুজ এবং ১০৮টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো, যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারে?
  • ৩৬টি
৫০ জন পুরুষ ও মহিলার মধ্যে ১৭০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন প্রত্যেক পুরুষ ৩.৫০ টাকা ও প্রত্যেক মহিলা ৩.২৫ টাকা পায়। পুরুষ ও মহিলার সংখ্যা নির্ণয় করুন।
  • ৩০ জন, ২০ জন
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃমিঃ। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রামে পৌছে। ট্রেনটির গড় প্রতি ঘণ্টায় কত ছিল?
  • ৩৭.৫ কিঃমিঃ