একটি ব্যাগে ৭২টি সবুজ এবং ১০৮টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো, যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারে?
সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ১০৬৮)
৩০ বর্গ ফুট একটি ঘরের মেঝে ঢাকতে ৫ ফুট চওড়া কার্পেটের ৩০ টি লাগে। কার্পেটটি কত লম্বা?
৫০ জন পুরুষ ও মহিলার মধ্যে ১৭০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন প্রত্যেক পুরুষ ৩.৫০ টাকা ও প্রত্যেক মহিলা ৩.২৫ টাকা পায়। পুরুষ ও মহিলার সংখ্যা নির্ণয় করুন।
৫৫০ হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ৩২০ কে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে?
কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা ৯, ১৫ ও ২৫ দ্বারা বিভাজ্য?
ক^২=১৬, খ^২=২৫ হলে, ক.খ এর মান কত হবে?
০.০০০১ এর বর্গমূল কত?
দুইটি ক্রমিক পূর্ণ সংখা নির্ণয় কর, যাদের বর্গের অন্তর ৪৭।
একটি শ্রেণীতে যত জন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ১০০ টাকা হলো। বালকের সংখ্যা কত?
৪৭,০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
যত দাতা প্রত্যেকে ততো ১০ টাকা দেয়াতে মোট ২৫০ টাকা হলে দাতার সংখ্যা কত?
একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
‘উসওয়াতুন’ শব্দের অর্থ কি ?
মানুষের জন্য উত্তম আদর্শ কে ?
রহিমা সব সময় তার বান্ধবি হালিমার অসাক্ষাতে তার বিভিন্ন বদনাম অন্যান্য বান্ধবীদের নিকট বলে বেড়ায়। – এখানে রহিমার কাজটি কীরূপ ?
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃমিঃ। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রামে পৌছে। ট্রেনটির গড় প্রতি ঘণ্টায় কত ছিল?
একটি গাড়ী ঘণ্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথে গাড়িটির গতিবেগের গড় কত?
এক ব্যক্তি খাড়া পূর্বদিকে ৫ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া পশ্চিম দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। ঐ ব্যক্তির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কিঃমিঃ বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘণ্টায় ৬ কিঃমিঃ বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ কত?