ক প্যাকেট এবং বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ১ প্যাকেট বিস্কুট এর মূল্য ১৮ টাকা এবং ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখ।
  • ১৮ × ক + ১২ = খ
হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। তিনি বাজার করতে ৫০০০ টাকা নিলে, কত টাকা অবশিষ্ট থাকবে?
  • ৮৯৩ টাকা।
হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। তিনি মোট কত টাকার বাজার করলেন?
  • ৪১০৭ টাকা।
হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। ডাল ও তেল কিনতে তিনি মোট কত টাকা খরচ করলেন?
  • ২৯৮ টাকা।
হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। তিনি কত টাকার চাল কিনলেন?
  • ২৭০০ টাকা।
তমা, নূহা, ফাইজা ও অহনা চার বান্ধবী একটি দোকানে গিয়ে ২০ টাকা হিসেবে ৫ টি আম, ১৫ টাকা হিসেবে ৪ টি আপেল, ২০ টাকা হিসেবে ৬ টি কমলা কিনল এবং মোট ৪ জনে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল?
  • ৭০ টাকা।
তমা, নূহা, ফাইজা ও অহনা চার বান্ধবী একটি দোকানে গিয়ে ২০ টাকা হিসেবে ৫ টি আম, ১৫ টাকা হিসেবে ৪ টি আপেল, ২০ টাকা হিসেবে ৬ টি কমলা কিনল এবং মোট ৪ জনে সমান ভাগে ভাগ করে দিল। তারা মোট কত টাকার ফল কিনল?
  • ২৮০ টাকা।
তমা, নূহা, ফাইজা ও অহনা চার বান্ধবী একটি দোকানে গিয়ে ২০ টাকা হিসেবে ৫ টি আম, ১৫ টাকা হিসেবে ৪ টি আপেল, ২০ টাকা হিসেবে ৬ টি কমলা কিনল এবং মোট ৪ জনে সমান ভাগে ভাগ করে দিল। ৫ টি আম ও ৪ টি আপেলের মূল্য কত?
  • ১৬০ টাকা।