নোট
VOIP(ভিওআইপি) এর পুর্ণরূপ “ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল”( “Voice Over Internet Protocol”)। VOIP(ভিওআইপি) মূলত একপ্রকার টেলিফোন সংযোগ যা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়। VOIP(ভিওআইপি) তে ডাটা প্রেরণের জন্য সাধারণ টেলিফোন লাইনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল ব্যবহার করা হয়। সাধারণত VOIP(ভিওআইপি) এর মাধ্যমে ডিজিটাল ডাটা প্রেরণ করা হয়। ভিওআইপি ব্যবহার করে সাধারন টেলিফোন লাইনের চেয়ে অনেক কম খরচে পৃথিবীর যেকোন প্রান্তে কথা বলা যায়। VOIP(ভিওআইপি) ব্যবহারের জন্য প্রথমত কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, VOIP(ভিওআইপি) সফটওয়্যার এর প্রয়োজন হবে। এছাড়া মাইক্রোফোন, অ্যানালগ টেলিফোন অ্যাডাপ্টর অথবা ভিওআইপি টেলিফোনের প্রয়োজন হয়। কিছু কিছু VOIP(ভিওআইপি) প্রোগ্রাম আপনাকে মাইক্রোফোন,স্পিকার সেটআপ ব্যবহার করার সুযোগ দেয়। অন্যন্য ক্ষেত্রে VOIP(ভিওআইপি) টেলিফোন ব্যবহার করতে হয় যা ইউএসবি এর সাহায্যে কম্পিউটারের সাথে যুক্ত থাকে।