HTML-এর পূর্ণরূপ কী?
নোট
HTML এর পূর্ণরূপ হলো Hypertext Markup Language। HTML হলো বিশেষ কিছু মার্কআপ,সিম্বল/চিহ্নের সেট যেটা একটি ফাইলে সুনির্দিষ্টভাবে সাজানো থাকে যার কাজ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজে কি কি প্রদর্শণ করা হবে ও কিভাবে দেখানো হবে সেটার নির্দেশ দেয়া।