৫০০ টাকার একটি লেনদেনকে ভুলে ৫০ টাকা লেখা হলে এটা কোন ধরনের ভুল?
নোট
লেনদেন লিপিবদ্ধকরণের সময় টাকার অংকে ভুল হলে তাকে লেখার ভুল বলে। যেমন- ৫,০০০ টাকার ক্রয়কে ৫০০ টাকায় লিপিবদ্ধ করা হলো। এখানে, ডেবিট ও ক্রেডিট উভয় দিকে ৪,৫০০ টাকা কম দেখানো হচ্ছে।
আর তাই ৫০০ টাকার একটি লেনদেনকে ভুলে ৫০ টাকা লেখা হলে এটা একটি লেখার ভুল।