২১শে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় কেন?
নোট
২১শে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় কারণ সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেওয়ায়।
সূর্যের চারদিকে পরিক্রমণকালে পৃথিবীর মেরু রেখা ধ্রুবতারামুখী হয়ে কক্ষপথের সাথে সব সময় ৬৬.৫ ডিগ্রি কোণ করে হেলে থাকে। আবার নিরক্ষ রেখা বা বিষূব রেখার সমতল কক্ষপথের সাথে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকে। এ কারণে প্রতি বছর ২১ মার্চ পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে।