১ বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
নোট
১ বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে।
আলোকবর্ষ হল সেই পরিমাণ দূরত্ব যা আলো এক বছরে অতিক্রম করে। আমরা জানি আলোর বেগ প্রতি সেকেন্ডে 3×108 মিটার, মানে ৩ এর পরে ৮টি শুণ্য দিলে যা হয়। মাইলের হিসাবে তা ১ লক্ষ ৮৬ হাজার। এর মান ৩.২৬ আলোকবর্ষের সমান ।