১৯৯৪ সনে কোন রাষ্ট্রের স্বাধীনতা প্রাপ্তির পর পরই অছি পরিষদের বিলুপ্তি ঘোষনা করা হয়?
নোট
অছি পরিষদের মূল কাজ ছিল উপনিবেশের অধীনস্ত দেশগুলোকে স্বাধীন করে এদেরকে জাতিসংঘের সদস্যভুক্ত করা। ১৯৯৪ সালে অছি পরিষদ সর্বশেষ পালাউকে স্বাধীন করে জাতিসংঘের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এর কার্যক্রম স্থগিত করে