১৯৩১ খ্রিষ্টাব্দে গান্ধী ও আরউইনের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
নোট
১৯৩১ খ্রিষ্টাব্দে গান্ধী ও আরউইনের মধ্যে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়।
গান্ধিজি ভাইসরয় লর্ড আরউইনের সঙ্গে একটি দীর্ঘ আলোচনায় মিলিত হলেন। ১৯৩১ খ্রিষ্টাব্দে ৫ই মার্চ গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তানুসারে ঠিক হল গান্ধিজি আইন বিরোধী আন্দোলন প্রত্যাহার করে নেবেন এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেবেন।