১৮০৫ সালে কোন ইউরোপীয় শক্তি ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়?
নোট
১৮০৫ সালে ওলন্দাজ ইউরোপীয় শক্তি ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়।
ওলন্দাজ ভারত বলতে ভারতে উপমহাদেশে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বসতি ও বাণিজ্যিক কেন্দ্রগুলোকে বোঝায়। এটি শুধু ভৌগলিক সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়। ডাচ ভারত কখনো রাজনৈতিক কর্তৃপক্ষ হয়ে উঠতে পারেনি। তাছাড়া ডাচ ভারত ডাচ সিংহল, ডাচ করমন্ডল গভর্নরেট, ডাচ মালাবার কমান্ডমেন্ট ও ওলন্দাজ বাংলা ও ডাচ সুরাট ডিরেক্টরেটে বিভক্ত ছিল।