১৭৪০ খ্রিষ্টাব্দে নবাব আলীবর্দী খান কাকে পরাজিত করেন?
নোট
১৭৪০ খ্রিষ্টাব্দে নবাব আলীবর্দী খান সরফরাজ খান কে পরাজিত করেন।
সরফরাজ খানের দুর্ভাগ্য যে তিনি আলীবর্দী খাঁর মত একজন প্রতিপক্ষ পেয়েছিলেন যার ৭০ বছর বয়সেও নেতৃত্ত্ব দেওয়ার অসাধারন গুন ছিল এবং তিনি সরফরাজ খানের দূর্বলতাগুলো জানতেন। সরফরাজ খান ভাগীরথী নদীর তীরে গিরকার যুদ্ধে নিহত হন।