১৬৭৬ খ্রিষ্টাব্দে বাংলার শ্রীরামপুরবাসী তাদের এলাকায় যাদের বানিজ্য কুঠির স্থাপন হতে দেখে?
নোট
১৬৭৬ খ্রিষ্টাব্দে বাংলার শ্রীরামপুরবাসী তাদের এলাকায় দিনেমারদের বানিজ্য কুঠির স্থাপন হতে দেখে ।
১৬৭৬ খ্রিস্টাব্দের মধ্যে দিনেমারদের পিপলি, শ্রীরামপুর ও হুগলি এলাকায় বাণিজ্যকুঠি স্থাপনের অনুমতি দিলে সমঝোতা হয়। মুগল সম্রাট তা অনুমোদন করে ২.৫% বাণিজ্য শুল্ক নির্ধারণ করেন। দিনেমাররা তখন বাংলা থেকে রেশম, আফিম ও শোরা কেনার পরিকল্পনা করে।