১৬৭৩ সালে ফরাসিরা কোথায় উপনিবেশ স্থাপন করে?
নোট
১৬৭৩ সালে ফরাসিরা পন্ডিচেরীতে উপনিবেশ স্থাপন করে।
ভারতর কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরীর পন্ডিচেরী জিলার শহর বারো পৌরসভা এলাকা। শহর এহার মাপাহানর অক্ষাংশ বারো দ্রাঘিমাংশ। ফরাসিরা পন্ডিচেরীতে উপনিবেশ স্থাপন করে। দুমান, দুপ্লে ও ফ্রাঁসোয়া মার্টিনের এতে অবদান রয়েছে।