১৪৮৭ সালে কে সর্বপ্রথম উত্তমাশা অন্তরীপ প্রদক্ষীণ করে?
নোট
১৪৮৭ সালে বার্তোলোমিউ ডিয়াস সর্বপ্রথম উত্তমাশা অন্তরীপ প্রদক্ষীণ করে।
বার্তোলোমিউ দিয়াজ ছিলেন একজন রোমান ক্যাথলিক পর্তুগীজ নৌ-অভিযাত্রী। তার জন্ম ১৪৫০ খ্রিস্টাব্দে। এঁকে ভারতে যাওয়ার বিকল্প পথ বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কারণ পনেরো শতকের শেষ দিক থেকে এশিয়া থেকে মসলা সংগ্রহের উদ্দেশ্যে ভেনিস ও আরব বণিকদের এড়িয়ে বিকল্প পথ অনুসরণ করে ভারতে তথা বাংলায় অনুপ্রবেশ করা পর্তুগিজদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল।