হোয়াটস অ্যাপের প্রতিষ্ঠাতা কে?
নোট
হোয়াটাস অ্যাপ মেসেঞ্জার (সংক্ষেপেঃ হোয়াটস অ্যাপ) সর্বাধিক জনপ্রিয় একটি মেসেজিং এপ ও ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল পরিষেবা। ২০০৯ সালে ইয়াহুর সাবেক কর্মী ব্রায়ান একটন ও জ্যান কউম মিলে হোয়াটস অ্যাপ তৈরি করেন। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এই মেসেঞ্জার ব্যবহার করা যায়। শুধু চ্যাটই নয় হোয়াটস অ্যাপের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়। মেসেঞ্জারটি অ্যাপলের আইওস, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড, সিমবিয়ান ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়।