হেস্টিংস ব্রিটিশ পার্লামেন্ট থেকে কী পরিমাণ ঋণ নিয়েছিলেন?
নোট
হেস্টিংস ব্রিটিশ পার্লামেন্ট থেকে দশ লক্ষ পাউন্ড ঋণ নিয়েছিলেন।
সমসাময়িক ইউরোপীয়দের মতো হেস্টিংসও বিশ্বাস করতেন যে বাংলা একটি সমৃদ্ধিশালী প্রদেশ। এখানকার জমি উর্বর, এখানে ফসল ফলে প্রচুর আর শ্রমিকগণ শিল্পোৎপাদনে দক্ষ। শেষ দিকের ভারতীয় শাসকদের নির্যাতনে এরা ছিল পিষ্ট, ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার কালেও এরা নির্যাতিত ছিল। ১৭৭০ সালের মহাদুর্ভিক্ষে প্রদেশটি বিপর্যস্ত হয়। নতুন সরকারের দায়িত্ব ছিল দুঃসময়ের অবসান ঘটিয়ে আশার আলো প্রজ্জ্বলন করা।