হুনাইন যুদ্ধে মুসলমানরা কোন গোত্রের মুখোমুখি হয়?
নোট
মক্কায় মুসলমানদের ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপার জেনে হাওয়াজিন গোত্র ঘৃণা ও বিব্দেষ প্রকাশ করে এবং মুসলমানদের মক্কা থেকে বের করার ষরযন্ত্রে মেতে ওঠে। মালিক বিন আওফ নজরি তাদের এই ষরযন্ত্রে নেতৃত্ব দেয়। রাসূল ( সাঃ) তাদের এই ব্যাপারটি জেনে যান। ১২ হাজার সৈন্যসহ মুসলমানরা হাওয়াজিন গোত্রের মুখোমুখি হয়।
যুদ্ধের শুরুতে হাওয়াজিন গোত্র মুসলমানদের প্রায় পরাজিত করে ফেলেছিলো; কিন্তু আল্লাহর রাসূলেলর সাহসিকতা এবং যুদ্ধে আটল থাকার দরুন মুসলমানরা বিজয় লাভ করে।
হুনাইন যুদ্ধে মুসলমানরা হাওয়াজিন গোত্রের মুখোমুখি হয় এবং মরাত্বক ভাবে পরাজিত করে। এই যুদ্ধে মুসলমানরা প্রচুর পরিমান গনিমতের সম্পদ পেতে সক্ষম হন। নববী যুগের অন্য কোন যুদ্ধে মুসলমানদের এই পরিমান গনিমতের মাল মুসলমানদের অর্জিত হয়নি।