হিসাব তথ্য লিপিবদ্ধ করবার সময় তথ্যে কতটুকু প্রাসঙ্গিকতা হচ্ছে তা যাচাই করা হয় কোন প্রথা অনুসারে?
নোট
হিসাববিজ্ঞানের সামগ্রিক কর্মকান্ড একটি সুনির্দিষ্ট নীতিমালার অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। হিসাববিজ্ঞানের বিভিন্ন গবেষক ও সংস্থা কতৃক প্রস্তুতকৃত এসব নীতিমালা সর্বজন স্বীকৃত হলে তা GAAP বা Generally Accepted Accounting Principles নামে লিপিবদ্ধ ও প্রকাশিত হয়।
বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা(Materiality Constraints) : হিসাববিজ্ঞানের বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতা অনুযায়ী তথ্য তার গুরুত্ব অনুসারে পরিবেশিত হয়। যেমন- ব্যবসায়ের প্রয়োজনীয় বিভিন্ন মনিহারিকে (কলম, পেন্সিল, স্কেল, কার্বন পেপার) একই শিরোনামের অধীনে দেখানো হয়।
সুতরাং,বস্তুনিষ্ঠতার প্রথার মাধ্যমে হিসাব তথ্য লিপিবদ্ধ করবার সময় তথ্য কতটুকু প্রাসঙ্গিকতা হচ্ছে তা যাচাই করা হয়।