হাওয়াই দ্বীপপুঞ্জ কোন ধরনের দ্বীপ?
                        
        নোট
হাওয়াই দ্বীপপুঞ্জ আগ্নেয় ধরনের দ্বীপ।
হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের ৫০তম (ও এখন পর্যন্ত সর্বশেষ) অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই অন্তর্ভুক্ত হয়। এর রাজধানীর নাম হনলুলু। এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাংশে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ডেভিদ ইগে বর্তমানে এর গভর্নর হিসেবে নিযুক্ত আছেন।
