হন্ডুরাস এর রাজধানীর নাম কি?
নোট
তেগুসিগালপা বা তেহুসিয়ালপা, আনুষ্ঠানিক নাম তেগুসিগালপা, কেন্দ্রীয় জেলার পৌরসভা সাধারণভাবে তেগুস নামে পরিচিত, এটি হন্ডুরাসের রাজধানী।
১৫৭৮ সালের ২৯ সেপ্টেম্বর মধ্য আমেরিকা অঞ্চলে ঔপনিবেশিক স্পেনীয়দের হাতে এই শহর স্থাপিত হয়। পরবর্তীকালে রাষ্ট্রপতি Marco Aurelio Soto ৩০ অক্টোবর, ১৮৮০ সালে এই শহরকে হন্ডুরাসের রাজধানী হিসাবে ঘোষণা করেন।