স্রোতজ বনভূমির পরিমাণ কত?
নোট
স্রোতজ বনভূমির পরিমাণ ৬০০০ বর্গকিলোমিটার।
স্রোতজ বনভূমি বা উপকূলীয় বনকে ম্যানগ্রোভ বন বলে। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল হলো সুন্দরবন। এই বনের 'সুন্দরী' বৃক্ষের প্রাচুর্য। যে বন জোয়ারের পানিতে প্লাবিত হয় আবার ভাটার সময় শুকিয়ে যায় তাকে টাইডাল বন বা ' জোয়ার ভাটার বন' বলে।