স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হলো-
- ক্রেতা হতে অগ্রিম
- গ্রাম্য মহাজন
- প্রাপ্য বিল বাট্টাকরণ
স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হলো-
যে সকল উৎস থেকে স্বল্পমেয়াদী ঋণ সুবিধা পাওয়া যায় এবং প্রকৃতভাবে যেগুলো কোন প্রতিষ্ঠান নয় সেগুলো স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস বলে বিবেচিত। ক্রেতা হতে অগ্রিম, গ্রাম্য মহাজন এইগুলো স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস।