স্বল্পকালে কোন খাজনার উদ্ভব হয় ?
নোট
মনুষ্য নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা স্বল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায়, তাকে অর্থনীতিতে নিম খাজনা বলা হয়।
মানুষের তৈরি উপকরণগুলো উদ্বৃত্ত আয় সৃষ্টি করতে পারে। সুতরাং, খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং যেকোনো উপাদানের আয়ের মধ্যে খাজনার অস্তিত্ব থাকে। এ ধারণা থেকেই নিম খাজনা আলোচিত হয়। অধ্যাপক ডি স্যালভেটর মনে করেন, ‘নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল।’