স্বত্বাধিকার হ্রাসের সঠিক কারণ চিহ্নিত করে কোনটি?
নোট
উত্তোলন ও খরচ বেড়ে যাওয়ার ফলে স্বত্বাধিকার হ্রাস পায়। কারন, উত্তোলন করা হলে তা মালিকানা স্বত্ব থেকে বাদ দিতে হয় আবার যদি কোন খরচ সংঘটিত হয় তবুও মালিকানা স্বত্ব থেকে বাদ দিতে হয়। যেহেতু উত্তোলন ও খরচ সংঘটিত হলেই মালিকানা স্বত্ব থেকে বাদ দিতে হয় যার ফলে এগুলোর পরিমান বৃদ্ধি পেলে মালিকানা স্বত্বাধিকারের পরিমানও হ্রাস পেতে থাকে।