স্পেন এর রাজধানীর নাম কি?
নোট
মাদ্রিদ (স্পেনীয় ভাষায়: Madrid) ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমভাগের রাষ্ট্র স্পেনের রাজধানী।
শহরটি স্পেনের মধ্যভাগের মাদ্রিদ নামক প্রদেশের কেন্দ্রে অবস্থিত এবং একই সাথে প্রাদেশিক ও জাতীয় রাজধানী। মাদ্রিদ ও তাকে ঘিরে রাখা মাদ্রিদ প্রদেশটিকে স্পেনের একটি আংশিক-স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে, যার নাম মাদ্রিদ স্বায়ত্তশাসিত অঞ্চল।