সৌরজগতের কোন গ্রহ সূর্যের আলো ও তাপ খুব কম পায়?
নোট
সৌরজগতের নেপচুন গ্রহ সূর্যের আলো ও তাপ খুব কম পায়।
নেপচুন একটি মেরু সূর্যের দিকে প্রায় ৪২ বৎসর থাকে, এই সময় অন্য মেরু অন্ধকারে থাকে। ইউরেনাসে সূর্যের আলোর তীব্রতা পৃথিবীর ৪০০ ভাগের ১ ভাগ পরিমাণ। এর উপরিতলের গড় তাপমাত্রা -১৮২ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতলতম অবস্থায় তাপমাত্রার পরিমাণ দাঁড়ায় -২২৪ সেলসিয়াস। বিষুব অঞ্চলে প্রায় ২৫০ মিটার/সেকেন্ড বেগে বাতাস প্রবাহিত হয়। তাই গ্রহ সূর্যের আলো ও তাপ খুব কম পায়।