সোহেল তার নার্সারি ব্যবসায়ের জন্যে জয়তা ব্যাংক হতে ৩ বছরের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নেয়। সোহেল ঋণের মাধ্যমে কোন ধরনের অর্থসংস্থান করেছেন?
নোট
সোহেল তার নার্সারি ব্যবসায়ের জন্যে জয়তা ব্যাংক হতে ৩ বছরের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নেয়। সোহেল ঋণের মাধ্যমে মধ্যমেয়াদি অর্থসংস্থান করেছেন। সাধারণত এক বছরের অধিক পাঁচ থেকে সাত বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে মধ্যমেয়াদি অর্থসংস্থান বলা হয়।