সোপান চাষ কী?
নোট
সোপান চাষ হলো একটি মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি।
উন্নয়নের ক্ষেত্রে একই কার্যক্রমের ভিত্তিতে কয়েক ধরণের চাষ পদ্ধতি। যেমন ধরুন, আপনি মাছ চাষের পাশাপাশি পুকুরের মধ্যে মাচা তৈরি করে কুমড়োর চাষ করলেন। এটিকেই বলা হয় "সোপান চাষ" বা উন্নতির জন্য অপর একটি কার্যক্রম অবলম্বন।