সূর্য যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় তাকে কী বলে?
নোট
সূর্য যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় তাকে বিষুবলম্ব বলে।
পৃথিবী, সূর্যের আলােতে আলােকিত হয়। গ্রহসমূহের চারিদিকে ঘূর্ণায়মান নিজস্ব সূর্য যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় সেটিই ঐ দিন উক্ত স্থানের বিষুব লম্ব। সাথে একটি রেখা দ্বারা যােগ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে ঐ রেখার দ্রাঘিমা বলে