সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় কত তারিখে?
নোট
সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় ২১শে মার্চ তারিখে।
২১ মার্চ সূর্য নিরক্ষরেখা অতিক্রম করার পর পৃথিবী তার কক্ষপথে যতই অগ্রসর হয় ততই সূর্যের দিকে পৃথিবীর উত্তর গোলার্ধ ঝুঁকতে থাকে। সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে উত্তর গোলার্ধে দিন হয় বছরের দীর্ঘতম, রাত হয় সবচেয়ে ছোট।