সূর্য থেকে পৃথিবীর সর্বোচ্চ দূরত্বকে কী বলে?
নোট
সূর্য থেকে পৃথিবীর সর্বোচ্চ দূরত্বকে অপসূর বলে।
অনুসূর হল গ্রহ বা ধুমকেতুর কক্ষপথের সুর্যের নিকটতম বিন্দু । অপসূর ও অনুসূর পরস্পরের বিপরীত শব্দ। অপসূর হল গ্রহ বা ধুমকেতুর কক্ষপথের যে বিন্দু সুর্য থেকে দূরতম। অনুসূর হল গ্রহ বা ধুমকেতুর কক্ষপথের সুর্যের নিকটতম বিন্দু ।