সুরমা, কুশিয়ারা ও কালনী নদী কোথায় একসাথে মিলিত হয়েছে?
নোট
সুরমা, কুশিয়ারা ও কালনী নদী আজমিরিগিঞ্জ একসাথে মিলিত হয়েছে।
হাওর বেষ্টিত ভাটি বাংলার একটি জনপদ এই আজমিরীগঞ্জ। যার পশ্চিম পাশ ঘেষে বয়ে গেছে সুরমা-কুশিয়ারার মিলিত স্রোত কালনি-কুশিয়ারা- ভেড়ামোহনা। বছরের অর্ধেক সময় জলমগ্র থাকে অধিকাংশ এলাকা। দোআশ ও এটেল মাটি।